×

জাতীয়

আরো ২০০ মে. টন অক্সিজেন এলো ভারত থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৩:২৫ পিএম

তৃতীয় দফায় আরো ২০০ মে. টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে একটি অক্সিজেন এক্সপ্রেস দেশে এসেছে। শুক্রবার (৩০ জুলাই) বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ দুপুরে রেলওয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এক বার্তায় জানান, শুক্রবার দুপুর দেড়টায় ২০০ মে. টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গতকাল বৃহস্পতিবার রাতে এটি ভারতের জামশেদপুরে টাটানগর থেকে ছেড়ে আসে। এ নিয়ে আজ পর্যন্ত ৬০০ মে. টন তরল অক্সিজেন দেশে এলো।

তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যে এভাবে আরো তিনটি ট্রেনে করে ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশে আসবে। পরবর্তীকালে আমদানিকারক প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী পর্যায় ক্রমে ট্রেনের মাধ্যমে তরল অক্সিজেন নিয়ে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App