×

জাতীয়

খাদ্য নিরাপত্তা অর্জনে প্রধানমন্ত্রীর প্রশংসা এফএও প্রধানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২১, ১০:১৯ পিএম

খাদ্য নিরাপত্তা অর্জনে প্রধানমন্ত্রীর প্রশংসা এফএও প্রধানের

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংইউ। ফাইল ছবি

খাদ্য নিরাপত্তা অর্জনে প্রধানমন্ত্রীর প্রশংসা এফএও প্রধানের

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংইউ। ফাইল ছবি

খাদ্য নিরাপত্তা অর্জনে প্রধানমন্ত্রীর প্রশংসা এফএও প্রধানের

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংইউ। ফাইল ছবি

বিশ্বের শীর্ষ দশটি জনবহুল দেশের একটি হওয়ার পরও বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংইউ। তিনি বলেন ‘আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে পারি, কারণ তাদের সমাধানগুলো সাশ্রয়ী এবং বাস্তবায়ন সহজ।’

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এফএও’র স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে গত শুক্রবার (২৮ মে) আন্তর্জাতিক সংস্থাটির মহাপরিচালক এ মন্তব্য করেন। এ সময় শামীম আহসান এফএও-এর স্থায়ী প্রতিনিধি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য এবং বাংলাদেশের অর্জন সম্পর্কে তাঁর উচ্চ ধারণার জন্য এফএও প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতির কারণে এ অনুষ্ঠানটি জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৪০ বছরের বেশি সময়ে বাংলাদেশের খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণে, খাদ্য নিরাপত্তা, কৃষি পরিবেশ, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির লক্ষ্যে এবং বিশেষ করে করোনা মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় এফএও-এর প্রশংসনীয় ভূমিকার কথা স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন। রাষ্ট্রদূত পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের কৃষিখাতের রূপান্তরিত পরিকল্পনায় এফএও-এর সক্রিয় সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। পাশাপাশি এন্টি-মাইক্রোবিয়াল রেসিসট্যান্স বিষয়ক একক স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক নেতৃত্বের ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে কো-চেয়ার হিসেবে মনোনয়নের সুপারিশ করায় মহাপরিচালককে ধন্যবাদ জানান শামীম আহসান। এ সময় প্রথমবারের মত বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এফএও আঞ্চলিক সম্মেলনে (৮-১১ মার্চ ২০২২) অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরের জন্য মহাপরিচালককে আমন্ত্রণ জানালে সাদরে গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App