×

জাতীয়

আরমানিটোলায় অগ্নিকান্ডের দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০১:৫১ পিএম

আরমানিটোলায় অগ্নিকান্ডের দুর্ঘটনার পেছনে দায়ী মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, কারখানা স্থানান্তর, নিহত-আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ আহতের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। শনিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তারা এই দাবি জানান। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায এক যৌথ বিবৃতিতে বলেন, এ অগ্নিকান্ডের জন্য মূলত দায়ী সরকার। পুরান ঢাকায় দীর্ঘদিন ধরে রাসায়নিক কারখানা এবং গুদাম রয়েছে। বিশেষজ্ঞরা বারবার এই সব রাসায়নিক কারখানা আবাসিক এলাকা থেকে সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের কথা বলে আসছেন। পুরান ঢাকার চকবাজারে আগের অগ্নিকান্ডে ৮১ জন ও নিমতলী অগ্নিকান্ডে ১২৪ জন লোক পুড়ে মারা যায়। পরবর্তীতে সিটি কর্পোরেশন বারবার উদ্যোগ নিলেও এসব কারখানা সরাতে ব্যর্থ হয়। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের দায়িত্বে অবহেলা করে একটি কাঠামোগত হত্যাকান্ডের মধ্যে মানুষকে পুড়িয়ে মারছে। সরকারী দলের সংসদ সদস্য ও স্থানীয় নেতারা কারখানাগুলো সরাতে বাধা প্রদান করে আসছিল। ফলে এই অগ্নিকান্ডের জন্য মূলত মালিকসহ দায়ী সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। নেতারা দাবি করেন, রাসায়নিক কারখানা সরাতে ব্যর্থ সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারকে এই কাঠামোগত হত্যাকান্ডের দায় নিতে হবে এবং আবাসিক এলাকা থেকে অবিলম্বে রাসায়নিক কারখানা সরাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App