×

জাতীয়

জলবায়ু তহবিলের স্বচ্ছ হিসেব প্রকাশের দাবি বাম জোটের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:১৮ এএম

সরকারের জলবায়ু তহবিলের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়েছে।

বিবৃতিতে বামজোট  জলবায়ু তহবিলের অর্থ নয়ছয় ও ব্যাপক দুর্নীতিরও অভিযোগ করেন। জোট নেতারা বিবৃতিতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, কেননা পৃথিবীর প্রায় সব দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে অথচ এখানে তা নির্মাণ করে পরিবেশ ও জলবায়ুর ক্ষতি সাধন করা হচ্ছে। একইসঙ্গে সম্প্রতি বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচারের দাবিও করেন তারা।

বিবৃতিতে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, খালেকুজ্জামান, সাইফুল হক, মুবিনুল হায়দার চৌধুরী, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, ইকবাল কবির জাহিদ, হামিদুল হক স্বাক্ষর করেন।

বৃস্পতিবার (২২ এপ্রিল) ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ এ দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘স্ববিরোধী’ বলে উল্লেখ করেছেন বামজোটের নেতারা। তারা মনে করেন বাংলাদেশে জলবায়ু তহবিলের অর্থ নয় ছয় হচ্ছে। সে কারণে সরকারের কাছে তারা এ তহবিলের অর্থ বা আয়-ব্যয়ের স্বচ্ছ হিসেব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App