×

জাতীয়

একাত্তরের পরাজিত শক্তি মাথাচারা দিয়ে উঠেছে : শ. ম রেজাউল করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০২:৫৪ পিএম

একাত্তরের পরাজিত শক্তি মাথাচারা দিয়ে উঠেছে : শ. ম রেজাউল করিম

মৎস্যমন্ত্রী শ. ম রেজাউল করিম। ফাইল ছবি

মৎস্যমন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, দেশ যখন শান্তিতে আছে, মানুষের যখন আর কোনো অভাব অনটন নেই। অন্য, বস্ত্র, বাসস্থান সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে একটি শ্রেণির এই উন্নয়ন অগ্রযাত্রা ভালো লাগছে না। তারা সবাই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি মরে যায় নাই, তাদের প্রেতাত্মারা এখনো বেঁচে আছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সন্তানেরা এদেশে বেঁচে আছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর গেন্ডারিয়াস্থ  মিল ব্যারাক নৌ জেটিতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে নৌ রেলি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ পছন্দ করে না, বঙ্গবন্ধুর বাংলাদেশ পছন্দ করে না, অসাম্প্রদায়িক বাংলাদেশ পছন্দ করে না, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ্য গতি তাদের ভালো লাগছে না। তিনি আরও বলেন, ইসলাম ধর্ম কখনো  সন্ত্রাস, জঙ্গিবাদ, অন্যায় ও জুলুম পছন্দ করে না। কিন্তু ইসলামের নামধারী কিছু বিশৃঙ্খলকারী সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করছেন। তাই যেখানেই এরা এমন পরিবেশ তৈরি করতে চাইবে, সেখানেই এদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। এজন্য মৎস্যজীবী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  কোনো ভাবে ৭১ এর পরাজিত শক্তিকে মাথা চারা দিয়ে উঠতে দেয়া যাবে না। মৎস্যমন্ত্রী শ. ম রেজাউল করিম বলেন, বর্তমান বাংলাদেশে একজন মানুষ না খেয়ে থাকে না। একজন মানুষ বিবস্ত্র অবস্থায় নেই। একজন মানুষ নেই- যারা  টাকার অভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনা। আজ সারা বাংলাদেশে অন্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা সহ সকল বিষয়ে অভাবনীয় উন্নয়ন হয়েছে।  আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মৎস্য খাত দুরবার গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মাছ যেন বিলুপ্ত হয়ে না যায়, মাছ চাষের মাধ্যমে পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ করা যায়, মাছ যেন বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা ও  মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আজ যারা মৎস্য চাষের সাথে জড়িত, তারাই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন। জেল হওয়ার পর বাসায় বসে সাজা ভোগ করা পৃথিবীর ইতিহাসে নতুন রেকর্ড উল্লেখ করে তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আছে, যেখানে বাসায় বসে সাজা ভোগ করা হয়, কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখিয়েছেন। শেখ হাসিনার হৃদয় আকাশের মতো বড় এজন্য বাড়ি থেকে জেল খাটার সুযোগ করে দিয়েছেন, ভালোভাবে ভালো স্থানে থাকার সুযোগ করে দিয়েছেন, কিন্তু তাতেও তাদের  হচ্ছে না, কেউ হেফাজত নামে, কেউ নিজামী ইসালামীর নামে, কেউ রাজাকারের নামে নতুন করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক,  সহ সভাপতি আবুল বাসার, মুহাম্মদ আলম, মোহাম্মদ ইউনুস, ড. মমতাজ খানম, লিকু সিকদার  প্রমুখ।  এছাড়া উপস্থিত ছিলেন,  যুগ্ম সাধারণ সম্পাদক, ফিরোজ তালুকদার, প্রচার সম্পাদক কাজী শফিউল আলম সফিক, দপ্তর সম্পাদক এনামুল হক রাজু,  সাংগঠনিক সম্পাদক মামুন সিদ্দিকী, উপ প্রচার সম্পাদক ইউসুফ আলী বাচ্চু, উপ দপ্তর সম্পাদক গোলাম সাব্বির, ঢাকা মহানগর শাখার সদস্য সচিব কাজী মুহিদুল ইসলাম মহিম, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব  আব্দুল জলিল, ঢাকা জেলার নেতৃবৃন্দ এবং মহানগরের সকল থানার কয়েক হাজার নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App