×

জাতীয়

সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৫:৪৬ পিএম

আগামী ১ এপ্রিল সকাল ১১ টায় একাদশ জাতীয় সংসদের  দ্বাদশ অধিবেশন শুরু হবে। তবে এ অধিবেশনেও বিগত তিনটি অধিবেশনের মতো করোনার কারণে সাংবাদিকদের প্রবেশাধীকার (সাংবাদিক কার্ড) দিচ্ছে না সংসদ সবিচালয়।

রবিবার (২৮ মার্চ) সংসদ সচিবালয়ের গণযোগাযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকরা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সাথে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনা মহামারীর এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বাদশ অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না। এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ জানান হয়েছে।

আবার দ্বাদশ অধিবেশনকালীন সময়ে অধিবেশনের পর জাতীয় সংসদে সাংবাদিকগণ কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট সাপেক্ষে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন। আগ্রহী সকলকে জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার থেকে কোভিড-১৯ টেস্ট করানো জন্য আহ্বান জানান হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App