×

জাতীয়

১২ লাখ টিকা উপহার দিলেন মোদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৯:০২ পিএম

১২ লাখ টিকা উপহার দিলেন মোদী

ফাইল ছবি

প্রায় ১ বছর পর প্রথম বিদেশ সফরে ঢাকা পৌঁছেই বন্ধু বাংলাদেশকে করোনার টিকা উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুইদিনের বাংলাদেশ সফরে বিকেলে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

মোদীর ঢাকায় পৌঁছনোর পর ভারতের দূতাবাসের থেকে জানানো হয়, বাংলাদেশের জন্য ১২ লাখ করোনার টিকা উপহার দিচ্ছে ভারত। এর আগেও বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা পাঠিয়েছিল নয়াদিল্লি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখানেই তাকে গার্ড অব অনার জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এর পর তিনি সোজা চলে যান জাতীয় স্মৃতিসৌধে। সেখানে শ্রদ্ধার্ঘ নিবেদনের পর নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। রোপন করেন একটি অর্জুন গাছের চারা।

এই সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাবেন মোদী। যাবেন ওড়াকান্দিতে মতুয়াদের তীর্থক্ষেত্রেও। এই সফরে দুদেশের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ সমঝোতা সাক্ষর হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App