×

জাতীয়

এবার আলোর ফেরিওয়ালা হচ্ছে ডিপিডিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৪:৪৪ পিএম

এবার আলোর ফেরিওয়ালা হচ্ছে ডিপিডিসি
এবার আলোর ফেরিওয়ালা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। ডিপিডিসির আওতাধীন ৩৬টি বিতরণ জোনে ১২টি ভ্যান আগামীকাল শুক্রবার থেকে নামানো হবে। প্রতিদিন ৩টি এলাকায় ভ্যানগুলো ঘুরে গ্রাহকদের সেবা দেবে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে এই সেবা কার্যক্রম চালু করা হবে বলে ডিপিডিসি সূত্রে জানা গেছে। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, ৩৬টি জোনে ডিপিডিসি সেবা দেবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মোট ১২ দিন এই সেবা দেয়া হবে। এছাড়া মুজিববর্ষকে লক্ষ্য রেখে যেসব সেবাকার্যক্রম এখন চলমান রয়েছে সেগুলোর অব্যাহত থাকবে। বিদ্যুতের কারণে অগ্নি দুর্ঘটনার বিষয়ে সচেতন করা হবে। নতুন সংযোগ, লোড বৃদ্ধি, মিটার পরিবর্তন, ভেন্ডিং, ভূল সংশোধনসহ সব ধরণের সেবাও দেয়া হবে। ডিপিডিসি’র কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ১২ দিন এই সেবা কার্যক্রম চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে। তবে গ্রাহকদের সাড়া পেলে সময় আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। ধারনা করা হচ্ছে এই সেবা কার্যক্রমের মাধ্যমে মানুষ উপকৃত হবে। ডিপিডিসি’রও গ্রাহকদের সেবার ব্যাপারে অভিজ্ঞতা লাভ করবে। সমস্যাগুলো বুঝে ব্যবস্থা নিতে পারবে। ১২টি সেবা ভ্যান প্রতিদিন তিনটি করে বিতরণ জোনে মানুষের দুয়ারে দুয়ারে সেবা দেয়ার জন্য ঘুরবে। গ্রাহকদের যেসব অভিযোগের তাৎক্ষনিক সমাধান করা সম্ভব তা করা হবে। ভেন্ডিং মেশিনের মাধ্যমে গ্রাহকরা চাইলে প্রিপেইড মিটারে রিচার্জ করতে পারবে। নতুন সংযোগের আবেদন যাচাই-বাছাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। তাৎক্ষনিকভাবে যে কাজ করা সম্ভব হবে না, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App