×

জাতীয়

টার্বাইন আইল্যান্ডের ১২ ভাল্বের সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৭:১০ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক সেট গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাঠানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিাতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ ইউনিটের টার্বাইন আইল্যান্ডের জন্যে ১২ টি হাই প্রেসার ভাল্বব সম্বলিত এক সেট সরঞ্জাম বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের যন্ত্রাংশ প্রস্তুতকারী শাখা এটোমএনারগোম্যাস ও রাশিয়ান প্রকৌশল ইউনিয়নের কেরেলিন আঞ্চলিক শাখা পেট্রযাভদস্কমাস এই সরঞ্জাম প্রস্তুত করেছে। স্টেইনলেস স্টীলের তৈরি এসব ভাল্ব ৮০ থেকে ১২৫ মিমি ফ্লো এরিয়া বিশিষ্ট ক্ষয় প্রতিরোধী এবং অত্যন্ত উচ্চ চাপ যা ১১ এমপিএ ও উচ্চ তাপ ৩০০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। অপারেটিং মিডিয়াম ফ্লো কে শক্তভাবে বন্ধ করার মাধ্যমে পারমানবিক কেন্দ্রের টার্বাইন প্লান্টের নিষ্কাশন ও তেল সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করাই পাইপ লাইন ভাল্বগুলোর মূল কাজ। গেট ভাল্বগুলো নিউম্যাটিক, হাইড্রলিক এবং লিক পরীক্ষাসহ সব ফ্যাক্টরি পরীক্ষা সফলভাবে পাস করেছে। প্রতিনিধিরা সরঞ্জামগুলোর গ্রহনযোগ্যতা পরিদর্শন করেছেন।পেট্রযাভদস্কমাস এই আইটেমগুলি ইন-হাউস ডিজাইন ডকুমেন্টেশনের পরে ক্রমানুসারে তৈরি করছে। রোসাটমের প্রোকৌশল বিভাগের পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ও বাস্তবায়ন হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটে ভিভিইআর রিয়াক্টর থাকবে। প্রত্যেক ইউনিটে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App