×

জাতীয়

কুড়িগ্রামে চারজনকে হত্যার দায়ে ৬ জনের ফাঁসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৪ পিএম

কুড়িগ্রামে এক পরিবারের চারজনকে হত্যার দায়ে ছয়জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া চার জন হলো- উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন, জাকির হোসেন, জালাল গাজি ও আজমত আলী শেখ।

তাদের মধ্যে জালাল গাজি পলাতক রয়েছেন এবং সাজাপ্রাপ্ত মনতাজ উদ্দিন নিহত সুলতানের বড় ভাই। এছাড়া আদালত নাইনুল ইসলাম নামে এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিযেছে।

২০১৪ সালের ১৫ জানুয়ারি উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের সুলতান মণ্ডলসহ তার পরিবারের চারজনকে হত্যার মামলায় আদালত এই রায় দেয়।

আদালতের পিপি আব্রাহাম লিংকন মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৪ জানুয়ারি রাত ২টার দিকে বাড়ি ঢুকে সুলতান মণ্ডল, ভাতিজি রোমানা, ভাগ্নি আনিকাকে হত্যা করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সুলতানের স্ত্রী হাজেরা খাতুনও মারা যান।

এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় অজ্ঞাতসংখ্যক আসামির বিরুদ্ধে সুলতানের ছেলে হাফিজুর রহমান মামলা করেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ।

পিপি আরও বলেন, মামলায় চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটসহ ৬৫ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে আসামিদের অপরাধ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দিয়েছে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু, মনোয়ারুল হক আলো, আমীর আলী, এটিএম এরশাদুল হক চৌধুরী শাহিন, আসাদুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App