×

জাতীয়

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ১১:৩৫ এএম

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শ্রদ্ধা
বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন। জোকো উইদোদো মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। কড়া নিরাপত্তার মধ্যে মোটর শোভাযাত্রা নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছুলে জোকো উইদোদোকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেন। এসময় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার দেয়। জোকো উইদোদো কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বিউগলে বেজে ওঠে করুন সুর। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App