×

জাতীয়

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ : আহত ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৭, ০৪:০৫ পিএম

বরিশালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকটি যানবাহন ভাংচুর করে দলটির নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করে। শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সদর রোড দলীয় কার্যালয় চত্বরে এবং অশ্বিনী কুমার হলের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশ চলকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের খণ্ড খণ্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে মিলিত হয়। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল সহকারে সদর রোড অতিক্রমকালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু, যুবদল নেতা মামুন রেজা খানসহ ৮ জনকে আটক করা হয়। এ বিষয়ে কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, বিএনপির মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে ব্যস্ততম সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা যানবাহন ভাংচুর ও বিশৃঙ্খলা শুরু করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App