×

জাতীয়

সাভারে মেয়র পদে সম্ভাব্য এক ঝাঁক নতুন মুখ মাঠে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ১২:২৯ পিএম

সাভারে মেয়র পদে সম্ভাব্য এক ঝাঁক নতুন মুখ মাঠে
দরজায় কড়া নাড়ছে সাভার পৌরসভা নির্বাচন। আর একে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী ময়দান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণার পাশাপাশি চলছে গণসংযোগ। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মাঠে নেমেছেন এক ঝাঁক তরুণ মুখ। আওয়ামী লীগ ও বিএনপির এসব সম্ভাব্য প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে বিলি করছেন প্রচারপত্র। সব মিলিয়ে সম্ভাব্য ৮ মেয়র প্রার্থীকে ঘিরে বড় দুই দলের নেতাকর্মীদের মধ্যে চলছে হিসেবনিকেশ। বিশেষ করে বড় দুই দলের (পৌর আওয়ামী লীগ ও বিএনপি) পৌর শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকরা মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী হওয়ার এ খবর এখন টক অব দ্য টাউন। দুই দলের নেতাকর্মীদের দৃষ্টি এখন কেন্দ্রের দিকে। শেষ মুহূর্তে মেয়র পদে প্রার্থী দিতে পারে জাতীয় পার্টিও। জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন বর্তমান মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল গনি, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বর্তমান ১নং প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্যা মানিক, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাভার নাগরিক কমিটির সমন্বয়কারী, সাপ্তাহিক সাভার সংবাদ পত্রিকার সম্পাদক হাজি মো. কামরুজ্জামান খান জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সাভার কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মিজানুর রহমান, সাবেক সাংসদ ও সাবেক পৌর মেয়র আশরাফ উদ্দিন খান ইমুর কনিষ্ঠ পুত্র গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু ও সাভার কলেজ ছাত্র সংসদের সর্র্বশেষ ভিপি, গত পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির। সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি রেফাত উল্লাহ দলের মনোনয়ন পেলে লড়বেন বলে জানা গেছে। তবে বিএনপি থেকে বিল্টুর প্রার্থিতা প্রায় চূড়ান্ত বলে শোনা যাচ্ছে। আগামী ডিসেম্বরে সাভার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App