ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চের ডাক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
ডম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত
আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
এতে তিনি উল্লেখ করেন, দেশ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি। আমরা দেখতে পাচ্ছি, ভারত পানিসন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে।
ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে ইনকিলাব মঞ্চ শুক্রবার ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে সকাল ৯টায় শাহবাগ থেকে লং মার্চ শুরু করবে। এই লং মার্চ সকাল ১০টায় যাত্রাবাড়ীর চৌরাস্তায় ও দুপুর ২টায় চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকেল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজারে পৌঁছাবে মার্চটি।
আরো পড়ুন: ‘লং মার্চ টু ঢাকা’ নিয়ে আজহারীর স্ট্যাটাস, যা লিখলেন