×

জাতীয়

শেখ হাসিনার পতনের ১ মাস, যেসব পরিবর্তন ঘটেছে দেশে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার সামনে মুখ থুবড়ে পড়ে শেখ হাসিনার সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। ৫ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পার করছে দেশ। 
শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যে সরকারে উপদেষ্টা সংখ্যা এখন ২১ জন। অনেকের মতে, ৫ আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ পেয়েছেন তারা। তাহলে এই এক মাসে কী কী বড় পরিবর্তন আনতে পারল ছাত্র-জনতার সরকার?
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাহীনতায় ভুগে কর্মবিরতিতে চলে যায় পুলিশ। এতে সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি আক্রান্ত হয়েছিল। বেশ কয়েক দফা বৈঠকের পর পুলিশের দাবি পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় ১১ আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরা শুরু করে পুলিশ।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত এক মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে। 
স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে। বেশ কয়েকজনকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে।
ছাত্র জনতার আন্দোলনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের অন্য বিচারপতিরা পদত্যাগ করেন। আগের নিয়োগ বাতিল করে সম্প্রতি সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নতুন করে ২২৭ জনকে নিয়োগ দেওয়া হয়। 
দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে ইতোমধ্যেই শতাধিক মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশ ও মন্ত্রীপরিষদের অনেককে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সাবেক আইজিপি শহিদুল হক, চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ আরও অনেকে।
এরইমধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গ্রেপ্তারের বিষয়টি। এদিকে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার।
এছাড়া দুর্নীতির অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
আওয়ামী লীগ আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বা গুম হওয়া ব্যক্তিদের অনেকেরই খোঁজ মিলছে সরকার পরিবর্তনের পর। আয়নাঘর থেকে মুক্তি পায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। 
সরকার পরিবর্তনের ছোঁয়ায় বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রেও নানান পরিবর্তন লক্ষ্য করা গেছে। এছাড়া নতুন যে শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল, অন্তর্বর্তী সরকার সেটিতে সংস্কার এনে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের দেওয়া নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনটিও এরই মধ্যে বাতিল করা হয়েছে। ফলে দলটির নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। শেখ হাসিনা ক্ষমতা হারানোর চারদিন আগে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

লুতিজুরী পানজুমের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

লুতিজুরী পানজুমের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App