সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানের অ্যাকাউন্ট নিয়ে যা জানা গেলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। ফলে তার নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে কোনো পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। এর পরিপ্রেক্ষিতে, সেনাবাহিনী প্রধানের পরিচয় বা ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।