×

জাতীয়

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৩তম শাহাদত বার্ষিকী পালন

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৩তম শাহাদত বার্ষিকী পালন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। ছবি: সংগৃহীত

আজ ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। নড়াইলে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজনে এই মহান বীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

পবিত্র কোরআন খানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, নূর মোহাম্মদ মহাবিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সংগঠন।

পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়, যা স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে শহীদের স্মৃতিসৌধে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুবায়ের হোসেন চৌধুরী, মো. আরাফাত হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৯৭১ সালের এই দিনে, যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন। তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

এই দিনটি স্মরণে নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App