×

জাতীয়

ড. ইউনূসকে রাষ্ট্রদূত: আরো বাংলাদেশি দক্ষ কর্মী নেবে কুয়েত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

ড. ইউনূসকে রাষ্ট্রদূত: আরো বাংলাদেশি দক্ষ কর্মী নেবে কুয়েত

বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল-আদওয়ানির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরো মানবসম্পদ নিয়োগের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল-আদওয়ানি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশের অসাধারণ বন্ধু ছিলেন। আগামী দিনগুলোতে এই ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা করেন। বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন: মুক্ত, প্রাণবন্ত ও গতিশীল গণমাধ্যম দেখতে চায় অন্তর্বর্তী সরকার: ড. ইউনূস

রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে তিন লাখ বাংলাদেশি কাজ করেন এবং তার দেশ বাংলাদেশ থেকে আরো বেশি নিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, আমরা আরো চিকিৎসক, নার্স ও প্রকৌশলী নিয়োগ করতে চাই। কুয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও কর্মরত ছিল।

বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, প্যালেস্টাইনের সমস্যা এবং সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তি ও বিনিয়োগে সহযোগিতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিতকে সাজঘরে ফেরালেন হাসান

রোহিতকে সাজঘরে ফেরালেন হাসান

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App