১০ দেশের দূতাবাসে কর্মরত ৩৮ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের চিঠি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
ছবি: সংগৃহীত
১০ দেশের দূতাবাসে কর্মরত ৩৮ কর্মকর্তার তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের কাছে সরকারি অর্থ অপচয় এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণে সম্পদ অর্জনের তথ্য রয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুদক থেকে সংশ্লিষ্ট দপ্তরে এ চিঠি দেয়া হয়।
এ তালিকায় মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও চীনসহ ১০টি বড় মিশনের রাষ্ট্রদূত রয়েছেন।
আরো পড়ুন: সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দেশ ছাড়ার গুঞ্জন
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চায়না, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফিলিপাইনস্থ বাংলাদেশি দূতাবাস বা হাইকমিশনে কর্মরত রাষ্ট্রদূত, হেড অব চ্যান্সেলর বা প্রধান কনস্যুলার, মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাত এবং সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।