শিক্ষার্থীদের দাবি মেনে নিতে শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন ইনু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম
হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি-দাওয়া মেনে নিতে শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন বলে দাবি করেছেন তার আইনজীবী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় হাসানুল হক ইনুর আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানিতে ইনুর আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতে এ দাবি করেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক ছিল বলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন ইনু। ১৫ জুলাই তিনি প্রধানমন্ত্রীকে জানান, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। তাই তাদের দাবি-দাওয়া মেনে নিতে শেখ হাসিনাকে অনুরোধ করে ছিলেন তিনি।
মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে ইনুকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। ৪টা ৪ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবী। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তার রিমান্ড শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আরো পড়ুন: খন্দকার মোশাররফ ও তার ভাইসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা
অপরদিকে আসামি পক্ষে অ্যাডভোকেট সেলিম শুনানি করেন। এক পর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা হই হুল্লোড় শুরু করলে বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা কি শুনানি করতে দেবেন কি না?। এরপরও বিক্ষুব্ধ আইনজীবীরা না থামায় বিচারক দ্রুত রিমান্ডের আদেশ দেন।
গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান ট্রাকচালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেন।