‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে একটি বাসের হেলপারকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।
ভিডিওটিতে দেখা যায়, এক যুবক বাসের হেলপারকে মারধর করার সময় বলছেন, ‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক।’ ১ মিনিট ৭ সেকেন্ডের এই ভিডিওতে যুবক হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় মারেন এবং পুরো সময় জুড়েই মারমুখী অবস্থায় ছিলেন।
ঘটনার তদন্তে জানা গেছে, হেলপারকে মারধর করা যুবকের নাম তোসেফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।
যদিও বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বয়ক নামে কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া একাধিক সমন্বয়ক। ২৯ জুলাই গঠিত ২৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক পরিষদেও তোসেফ শাকিলের নাম নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নূর নবী এ বিষয়ে বলেন, শাকিলের কর্মকাণ্ড আমাদের আন্দোলনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। সহ-সমন্বয়ক নামে কোনো পদ আমাদের এখানে নেই। শাকিল যদি তার ভুল স্বীকার করে জাতির উদ্দেশে এবং সেই হেলপারের কাছে ক্ষমা না চায়, তবে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।
আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যা লিখেছে গার্ডিয়ান
এছাড়া, শাকিলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন নূর নবী। তিনি বলেন, শাকিল যাই করুক, তার এই কর্মকাণ্ডের জন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে।