×

জাতীয়

সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতসহ ১০ দফা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতসহ ১০ দফা দাবি

ছবি: ভোরের কাগজ

পারিবারিক আইনের সংস্কার করে সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতসহ ১০ দফা দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। এসময় দেশের সকল নারীর প্রতি বৈষম্য নিরসনে ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ’ (সিডও) অনুমোদন ও বাস্তবায়ন দাবি জানায় ৬৬টি সংগঠনের এই জোট।

আজ (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। প্রতিরোধ কমিটির জোটভুক্ত সংগঠনের মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়াডর্স ডেভেলপমেন্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং ব্র্যাক উল্লেখযোগ্য। 

বক্তারা বলেন,  বাংলাদেশের নারীরা যেমন দেশের ভিতরে তাদের অধিকারের জন্য লড়ছেন, তেমনি বৈশ্বিক নারী আন্দোলনের সঙ্গেও যুক্ত আছেন। মুক্তিযুদ্ধের আগেই ১৯৬৭ সনে জাতিসংঘের সাধারণ পরিষদে নারীর প্রতি বৈষম্য বিলোপের নীতিমালা প্রণীত হলেও প্রায় এক যুগ পরে ১৯৭৯ সালে সিডও সনদ গৃহীত হয়। সিডও কমিটির সুপারিশ অনুযায়ী ১৯৯২ সালে জাতিসংঘ সাধারণ প্রস্তাব ১৯ এবং পরবর্তীতে সাধারণ প্রস্তাব ৩৫ গৃহীত হয়। 

আরো পড়ুন: বিএসইসি কমিশনার হলেন ফারজানা লালারুখ

ফাওজিয়া মোসলেম বলেন,  নারীর প্রতি বৈষম্য দূরীকরণ এবং সমতা প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং তা কার্যকর করতে হবে। সেজন্য নারী এবং শিশুদের প্রতি সকল প্রকার যৌন সহিংসতাকে অপরাধ হিসেবে গণ্য করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 

নারী নির্যাতন ও যৌন হয়রানি বন্ধে সামাজিক প্রতিরোধ কমিটির দাবিগুলো হলো- 

১. জাতিসংঘ সিডও কমিটির সুপারিশ অনুযায়ী সিডও সনদের ২ ও ১৬.১ (গ) ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।

২. বৈষম্যমূলক পারিবারিক আইনের সংস্কার করে সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে ।

৩. সংবিধানে জন জীবন ও ব্যক্তি জীবনে অধিকারের ক্ষেত্রে যে বৈষম্য আছে তা দূর করার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে।

৪. সমকাজে সমমজুরি নিশ্চিত করতে হবে। জাতীয় অর্থনীতিতে নারীর গৃহকর্মের এবং সেবামূলক কাজের স্বীকৃতি দিতে হবে এবং জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের জন্য মজুরি কাঠামো তৈরি করতে হবে।

৫. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করতে হবে। সহিংসতার শিকার নারী ও কন্যার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

৬. উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াসহ পৃথক পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে হবে এবং বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে।

৭. বাল্যবিবাহ বন্ধে আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৮. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সকল পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৯. নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের লক্ষ্যে নারীর মর্যাদা ও মানবাধিকারের প্রতি সংবেদনশীল শিক্ষা ব্যবস্থা এবং গণমাধ্যমের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

১০. সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ক্ষেত্রে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

দুই পুলিশ সদস্য রিমান্ডে

দুই পুলিশ সদস্য রিমান্ডে

রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিলেন কামালপুত্র জ্যোতি

রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিলেন কামালপুত্র জ্যোতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App