ব্রেকিং |
২ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ পিএম
ফাইল ছবি
কাঠগড়ায় হাউমাউ করে কাঁদলেন হাজী সেলিম, করতে পারলেন না স্বাক্ষর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়ার সময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।
২ শিক্ষার্থীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী নাসির গ্রেপ্তার
গত ৪ আগস্ট পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর গুলিবর্ষণ করে ২ জন শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল।
সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে শাস্তি: জনপ্রশাসন সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি চাকরিতে কর্মরত সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দিবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মুনিয়া হত্যা মামলার পুনঃতদন্তের আবেদন গ্রহণ
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অব্যাহতি বাতিল করে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পুনঃতদন্তের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। সোমবার (২ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই আবেদন গ্রহণ করেন।
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা
বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। এছাড়া, চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগ সরকারের সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।
এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছুরিকাঘাতে সাবেক সেনা কর্মকর্তাসহ দুইজন নিহত
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে ‘ছুরিকাঘাতে' দুই নিরাপত্তাকর্মী মারা গেছে। রবিবার রাত ২টা ৫০ মিনিটে ওই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ।
৬ ছাত্রনেতার ওপর ভারতের নিষেধাজ্ঞা নিয়ে যা জানা গেল
দেশের ছয় ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করেছে ভারত। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীর সাক্ষাৎ, যে আলাপ হলো
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী, প্রত্যর্পণ বিশেষজ্ঞ এবং লন্ডন ভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান। সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
ইহরাম বেঁধে পালানোর সময় ‘ইয়াবা সম্রাট’ বদির ক্যাশিয়ার গ্রেপ্তার
ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেখ হাসিনার সঙ্গে সামন্ত লাল-ডিপজলসহ আসামি ১৩৮
এবার শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এবং অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
গাড়ি ব্যবহারে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের প্রাধিকার-বহির্ভূত গাড়ি ব্যবহার বন্ধের অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে এ অনুরোধ করা হয়।
প্রধান উপদেষ্টার বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা
প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময়ে বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ বিষয়ে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) নিয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।