কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম
কাশিমপুর কারাগার। ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী এমদাদুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাসের শুরুতে, ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে বিদ্রোহের সময় দেয়াল টপকে ২০৯ জন বন্দি পালিয়ে যান। সেই ঘটনায় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ জন নিহত হয়। এ সময় কারাগারের ভিতরে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৬টা থেকে গোলাগুলির শব্দ শোনা যায়, পরে সকাল সাড়ে ৯টার দিকে শতাধিক সেনা সদস্য হেলিকপ্টারে এসে কারাগারের প্রধান গেটসহ সব গেট নিয়ন্ত্রণে নেন।
কারাবন্দিদের স্বজনরা দুপুরের দিকে প্রধান গেটের সামনে জড়ো হতে থাকলে সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে আলোচনা করে উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আরো পড়ুন: আপনার ঘরকে সাজিয়ে তুলুন ফ্যাশনেবল পূর্ণদৈর্ঘ্যের আয়নায়
এমদাদুল হক গ্রেপ্তার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের গুরুত্ব আরো বাড়ল।