×

জাতীয়

মোজাম্মেল-আজমত-জাহাঙ্গীরসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:৪২ পিএম

মোজাম্মেল-আজমত-জাহাঙ্গীরসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা

মোজাম্মেল-আজমত-জাহাঙ্গীর

গাজীপুরে বিএনপি সমর্থক রাসেল হোসেন (২০) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগের ১০৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নগরীর কোনাবাড়ী থানায় দায়ের করা এ মামলায় আরো ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। 

আহত রাসেলের মামা মো. মিলন বাদি হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। আহত রাসেল হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার জয়াল গ্রামের মো.সোহাগ মিয়ার ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ এলাকায় ভাড়া থেকে একটি কোম্পানীতে চাকরি করেন। 

বাদি এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকালে তিনি ও তার ভাগিনা মো.রাসেলসহ কোনাবাড়ী ও বাইমাইল এলাকার ৩০ থেকে ৩৫ জন বিএনপি সমর্থিত এবং সাধারণ জনতা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিল বের করে। 

মিছিল নিয়ে কোনাবাড়ী বাজারের দিকে যাওয়ার সময় কোনাবাড়ী পল্লীবিদ্যুৎ উড়ালসড়কের নিচে পৌঁছালে এজাহারভুক্ত জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের হুকুমে আসামিরা গুলি চালালে রাসেল আহত হয়। 

পরে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে রাসেল কোনাবাড়ী এলাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত সোমবার রাতে কোনাবাড়ী থানায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রধান আসামি করে আরেকটি মামলা করা হয়।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ্ আলম মামলা হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App