খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম
ছবি: ভোরের কাগজ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি সব মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী।
শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী সরকারের ফরমায়েশি রায়ে অনেক নেতৃবৃন্দ ফাঁসির আসামি। এছাড়া যাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।
আরো পড়ুন: সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দিতে হবে। অনেক দলের নির্বাচন নিয়ে তাড়া নেই। কারণ তারা জনগণের ভোটে সরকার গঠন করতে পারবে না। তারা আমাদের সঙ্গে থাকলে কিছু আসন পাবে।
এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব রাজবন্দির মামলা প্রত্যাহার করার জোরালো আহ্বান শামসুজ্জামান দুদু।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক প্রমুখ।