×

জাতীয়

২৯ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১১:৫১ পিএম

২৯ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

হত্যা মামলায় শেখ হাসিনার সেঞ্চুরি

গত ৫ আগস্ট প্রবল জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। এসব মামলায় হত্যাসহ নানা অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশের দায়ের করা হত্যা মামলা শতক ছুঁয়েছে।

শুক্রবার থেকে সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সবধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

রাজধানীতে বৃদ্ধা মাকে শ্বাসরোধে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় কান্তারা বেগম ওরফে বানু নামে বৃদ্ধা মাকে (৭০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে নিজ ছেলে ও বউয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই নারীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে, বুধবার (২৮ আগস্ট) দুপুরে যাত্রাবাড়ী কুতুবখালীতে এ ঘটনা ঘটে। 

সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বিএফআইইউ। 

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ, যে আলাপ হলো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সাবেক আট মন্ত্রী ও ছয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রী ও ৬ এমপিসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। 

এখনো একই কায়দায় সব চলছে- ছি ছি: সোহেল তাজ

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল-নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে।

জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল

জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

উপদেষ্টা পরিষদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, কালো টাকা সাদা করার বিধান বাতিল

বহুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি, যা বলল জ্বালানি মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হওয়ার বিষয়টি সঠিক নয়। পুরো ব্যাপারটিকে গুজব। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এই তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এই বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত ২৫ আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। 

শেখ হাসিনা সরকার পতনের পর এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন যারা

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে তাকে ঢাকার গুলশান এক নম্বর থেকে গ্রেপ্তার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর রাত দুইটার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। গতকাল রাতে টিপু মুনশি গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত এমজি গ্রুপের মালিকের বাড়িতে ছিলেন। খবর পেয়ে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের মুখপাত্র মো. মুনিম ফেরদৌস বলেছেন, রংপুরে করা একটি মামলায় মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসিনা-রেহানা-জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান

গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সালমান এফ রহমান। এবার শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

আবারো রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক খান-জিয়াউল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App