×
Icon ব্রেকিং
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

জাতীয়

বন্যায় মৃত্যুর সর্বশেষ তথ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৯:৫২ এএম

বন্যায় মৃত্যুর সর্বশেষ তথ্য

জলাবদ্ধতায় এখনো পানিবন্দি অনেকে। ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা তীব্র ঢল এবং অতি ভারি বৃষ্টির কারণে গত ২০ আগস্ট থেকে দেশের উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা দেখা দেয়। সরকারি হিসাবেই প্রায় ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বেসরকারি হিসাবে নিঃস্ব মানুষের সংখ্যা এক কোটির কাছাকাছি। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। জলাবদ্ধতায় এখনো পানিবন্দি অনেকে। তাদের এখন খাবারের সংকট। সংকট বিশুদ্ধ পানির। সরকারি-বেসরকারি মাধ্যমে ত্রাণ বিতরণ হলেও তা পর্যাপ্ত নয়। দুর্গম এলাকায় পৌঁছায় না ত্রাণসামগ্রী। এখনো খাবারের জন্য হাহাকার দুর্গতদের।

এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফেনী জেলায়। ফেনীতে তৈরি হওয়া ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ, চারজন নারী ও তিনটি শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। বুধবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে ফেনী জেলা প্রশাসন। এছাড়া স্থানীয় সূত্র বলছে, বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলার বিভিন্ন স্থানে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে পানি কমে যাওয়ায় অনেকের গলিত মরদেহ পাওয়া যাচ্ছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে– পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭২), একই উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪২), ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের শাকিলা আক্তার (২২), উত্তর করইয়া গ্রামের বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়া গ্রামের আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনিরহাট গ্রামের নূর ইসলামের মেয়ে রজবের নেচা (২৫), সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), ছাড়াইতকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে আবির (৩), দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের নুর নবীর ছেলে নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জয়লস্কর এলাকার হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামের বাসিন্দা ফারুক জানান, পানি কমার পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে গিয়ে দেখেন ঘর ভাঙা। মাটির ঘর একেবারে মিশে গেছে। এখন কীভাবে এই ঘর করবেন তা নিয়ে দিশাহারা। একই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে দেখেন, তার ঘর লণ্ডভণ্ড। ঘরে থাকার মতো অবস্থা নেই। তার ছোট মুরগির খামার ও পুকুরের সব মাছও ভেসে গেছে। সরকারের সহায়তার আশা করছেন তিনি। লেমুয়া আনিসুর রহমান পরিবারের সবাইকে নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন। বাড়িতে ফিরে দেখেন ঘর বিধ্বস্ত। এখন দুই মেয়ে ও স্ত্রী নিয়ে কোথায় উঠবেন, তা তার জানা নেই। ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টাকাও নেই তার কাছে।

দাগনভূঞা উপজেলার কামাল আতাতুর্ক উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আয়েশা আক্তার বলেন, পানি নেমে যাওয়ায় বাড়িতে গিয়ে দেখেন ঘরের বেড়া ও মেঝে ভেঙে গেছে। হাতে টাকা-পয়সা নেই। কারো কাছ থেকে ধার করে ঘরের কাজ করবেন। এরপর বাড়িতে ফিরবেন। বন্যায় সবজিক্ষেত ভেসে গেছে ছাগলনাইয়া বাজারের পাশের বাসিন্দা দিনমজুর অজি উল্যাহর। তিনি ঋণ নিয়ে বর্গা জমিতে বেগুন ও পুঁইশাকের চাষ করেছিলেন। পানির তোড়ে ভেঙে গেছে ঘরের একাংশও। এখন ঋণ পরিশোধ আর ঘর ঠিক করার পাশাপাশি আগামী দিনে সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা গতকাল বুধবার জানিয়েছেন, বন্যার পানি নামতে শুরু করেছে। তবে ১১ জেলার ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার এখনো পানিবন্দি। আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন। তবে বেসরকারি হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক কোটির কাছাকাছি। আর এই মানুষগুলোই হারিয়েছেন সর্বস্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সাবেক তিন আইজিপি ও র‌্যাবের দুই মহাপরিচালকসহ ৮৮ পুলিশের নামে মামলা

সাবেক তিন আইজিপি ও র‌্যাবের দুই মহাপরিচালকসহ ৮৮ পুলিশের নামে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App