×

জাতীয়

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৫৫ জনের নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ৫৫ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা দায়ের কার হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মানিকগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিকেলে সাটুরিয়া উপজেলার কালুশাহ ফকিরের মাজার জিয়ারত শেষে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতার গাড়ি বহর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  মানিকগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ইন্ধনে আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা রিতার গাড়িবহর ভাংচুর এবং নেতাকর্মীদের মারপিট করে।

আরো পড়ুন: সাকিব-ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ

মামলার বাদি আব্দুর রহমান জানান, ওই ঘটনায় সম্পৃক্ত ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (১৫(৩)২৫(ঘ) ধারায় মামলাটি করা হয়।

বাদি পক্ষের আইনজীবী আরিফ হোসেন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App