প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আবদুল হাফিজ, যেসব সুবিধা পাবেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। বৃহস্পতিবার (২২ আগস্ট) তাকে এই পদে নিয়োগ দেয়া হয়।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
প্রজ্ঞাপনে জানান হয়, বিশেষ সহকারী পদে থাকাকালীন আবদুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
আরো পড়ুন: বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিলো সেনাবাহিনী
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।