×

জাতীয়

২২ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:৫৩ পিএম

২২ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

বন্যা মোকাবিলায় বাংলাদেশ-ভারতের মধ্যে উচ্চতর কমিটি করার প্রস্তাব ড. ইউনূসের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বন্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠন করার প্রস্তাব করেছেন যাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলে দু’দেশ যৌথভাবে মোকাবিলা করতে পরে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা ভারত সরকারকে এই প্রস্তাব দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি

স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষ। টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। প্লাবিত হচ্ছে সব অঞ্চল। বন্যাকবলিত দেশের ৯টি জেলা ভয়াবহভাবে বিপর্যস্ত। দেশের এই সংকটময় মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে গণত্রাণ কর্মসূচি।

বন্যা নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ নাকচ ত্রিপুরার মন্ত্রীর

বাঁধ খুলে দেয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তবে তার অভিযোগ নাকচ করে দিয়েছেন ভারতের অন্যতম রাজ্য ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

নগদের গ্রাহকদের উদ্দেশে যা বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদের অর্থপাচার ও অনিয়ম নিয়ে অডিট করবে বাংলাদেশ ব্যাংক আর স্থগিত থাকবে নগদ ডিজিটাল ব্যাংক কার্যক্রম। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বন্যার মধ্যেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষ। টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। প্লাবিত হচ্ছে সব অঞ্চল। এরমধ্যেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

৪ মামলায় বিএনপি নেতা ফালুর জামিন

অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ চার মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালতের পৃথক দুইটি আদালত তিনটি মামলায় ও বিভাগীয় বিশেষ জজ আদালত একটি মামলায় এ জামিনের আদেশ দেন। এদিন তার পক্ষে শুনানি করেন আডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

উপদেষ্টাদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ ড. ইউনূসের

অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বন্যা পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কেবিনেট সভায় তিনি এই নির্দেশনা দেন। 

বন্যায় পানিবন্দি ৪ লাখ ৪০ হাজার ৮৪০ পরিবার, দুজনের মৃত্যু

বন্যাকবলিত ৮ জেলায় ৪ লাখ ৪০ হাজার ৮৪০ পরিবারের প্রায় ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুইজনের। বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

সাবেক প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপিসহ সবার লাল পাসপোর্ট বাতিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করা হয়েছে। বুধবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় হয়।

বাংলাদেশে আসার কারণ জানালেন জাতিসংঘ প্রতিনিধিদলের নেতা

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে, তার প্রাথমিক তথ্য অনুসন্ধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধিদল।

তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই: হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আয়নাঘর, সাত খুন, শাপলা চত্বরে হত্যা: রিমান্ডে যেসব তথ্য দিলেন জিয়াউল

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা-মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া দলটির রথী-মহারথীদের এই মুহূর্তে রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্যও। পুলিশের জেরার মুখে আছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

এবার মানিক-ইনু-মেননের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে রাজাকার বলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরি মানিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সালমানের সঙ্গে অনৈতিক সম্পর্ক, যা বললেন জাকিয়া তাজিনের সাবেক স্বামী

ইনডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মুনিরের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। সালমান এফ রহমানের এই নারীলিপ্সার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ এক মাস। মামলার হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। যদিও ২০২০ সালের শেষদিকে তালাক হয়ে যায় শফিউল্লাহ আল মুনির ও জাকিয়া তাজিনের। 

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আগামী ২৬ আগস্ট (সোমবার)। এ উপলক্ষে ওইদিন সরকারি ছুটি থাকবে। একদিন ছুটি নিলেই মোট চারদিনের লম্বা ছুটি পাবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা। অর্থাৎ শুক্র ও শনিবার (২৩ ও ২৪ আগস্ট) এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপর মাঝে রবিবার (২৫ আগস্ট) আবার অফিস খোলা। সেক্ষেত্রে সেদিন ছুটি নিলেই শুক্র, শনি, রোব ও সোমবার টানা চারদিন ছুটি কাটাতে পারবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App