তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন ঢামেকের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে তারা স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করছি।
তবে একটি সূত্রে জানা যায়, কলেজটির ছাত্রদের তোপের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হন।
আরো পড়ুন: সালমান এফ রহমানের বিষয়ে যে সিদ্ধান্ত নিল দুদক
এর আগে, ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।