×

জাতীয়

১৯ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১১:২৯ পিএম

১৯ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

জাহেদ মালেক, দীপুমনিসহ ৫ জনের ব্যাংক হিসাব জব্দ

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের অন্যান্য ব্যক্তি ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। তারা হলেন- ডা. দীপু মনি, জাহিদ মালেক স্বপন, লিয়াকত সিকদার, শেখ হেলাল, জিয়াউল আহসান। 

গ্রেপ্তারের পর যেখানে রাখা হচ্ছে দীপু মনিকে

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। সেই চোট থেকে এখনও সেরে উঠেননি কাতার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এবার রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নম্বর আমলি আদালতে অভিযোগটি করেন।

ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ: প্রশ্ন করলে হাসেন আনিসুল, কাঁদেন পলক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত আন্দোলন শেষ পযর্ন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। প্রচণ্ড জনরোষে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী সরকারের সময় দায়িত্বে থাকা মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতাকর্মীরাও রয়েছেন আত্মগোপনে। তবে সময় যত গড়াচ্ছে ততই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন সাবেক প্রভাবশালী মন্ত্রী ও এমপিরা।

ব্যারিস্টার সুমন কোথায়, যা বললেন মডেল পিয়া

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর সব এমপি-মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আড়ালে চলে যান। গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন অনেক মন্ত্রী ও এমপি। সম্প্রতি কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি। তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ৪ উপকমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন ও ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নতুন চারটি উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিগুলো মূলত শৃঙ্খলা রক্ষা ও ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন সমন্বয়কারীরা। সোমবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

১৩ বছর পর হারুন-বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবদিন ফারুকের মামলা

১৩ বছর আগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেধড়ক লাঠিপেটার ঘটনায় পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর থানায় ২০১১ সালের ঘটনায় মামলা দায়ের করেন তিনি। দণ্ডবিধির ৩২৩/৩২০৫/৩২৬/৩০৭/২০৬/১০৯/৩৪ ধারায় মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়েছে। 

সিটি মেয়র- জেলা ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণের কারণ জানালেন উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে সিটি করপোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

রাজধানীর মিরপুরে শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে।

রূপপুর পারমাণবিক কেন্দ্রে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করেছে রসাটম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আর্থিক দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের অভিযোগ প্রত্যাখান করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম। সোমবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। 

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট

কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। 

৪১ মন্ত্রী-এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু

আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপিসহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে তিনজন পরিচালকের নেতৃত্বে পৃথক তিনটি টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

৮৭৬ জনপ্রতিনিধিকে একযোগে অপসারণ

সারাদেশে স্থানীয় সরকার বিভাগের মোট ৮৭৬ জন প্রতিনিধিকে অপসারণ করেছে সরকার। এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মৃত্যুর কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে খালি হওয়া ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে যা লিখলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন। সোমবার (১৯ আগস্ট) অস্ট্রেলিয়ার হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

তারেক রহমান সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App