×

জাতীয়

বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম

বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়, যা অবিলম্বে কার্যকর হবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম নতুন চেয়ারম্যান নিয়োগের তথ্য জানিয়ে বলেন, আব্দুল মুয়ীদ চৌধুরী সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।         

একইসঙ্গে বিমান পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে অব্যাহতি দেয়া হয়েছে। ২০২৩ সালের ২৬ জানুয়ারি সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এর আগে গত ১৫ আগস্ট বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে সরকার।

আরো পড়ুন: আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানের পদত্যাগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

বাংলাদেশের বিপক্ষে যেমন হতে পারে ভারতের একাদশ

বাংলাদেশের বিপক্ষে যেমন হতে পারে ভারতের একাদশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App