আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানের পদত্যাগ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম
ছবি: ভোরের কাগজ
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন মো. আজিজুর রহমান । সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি পদত্যাগ করেন।
আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১৮ আগস্ট) থেকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিচালক এদিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, যারা আন্দোলনকারী রয়েছেন, আপনারা সবাই শান্ত থাকবেন। আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) জানাবো।