‘ক্লিন ইমেজের’ ডেপুটি গভর্নর খুঁজছে সার্চ কমিটি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০১ এএম
ছবি: সংগৃহীত
অস্থির ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে দক্ষ ও স্বজ্জন ডেপুটি গভর্নর খুঁজছে অর্থ মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটি। রবিবার (১৮ আগস্ট) কমিটির বৈঠকে এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। বৈঠকে বিভিন্ন শিল্প গ্রুপের প্রভাবমুক্ত, সৎ, সাহসী ও নেতৃত্বের গুণাবলীসম্পন্ন ব্যক্তিকে ডেপুটি গভর্নর হিসেবে বাছাই করা হবে এমন সিদ্ধান্ত হয়। সর্বজন গ্রহণযোগ্য গভর্নরের ন্যায় ডেপুটি গভর্নর নিয়োগও বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা করছে সার্চ কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদ্যমান অস্থিরতা কাটাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ খুব দ্রুত সময়ের মধ্যে হতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কয়েকজন নির্বাহী পরিচালকদের কাছ থেকে বায়োডাটা সংগ্রহ করেছে সার্চ কমিটি।
রবিবার বাংলাদেশ ব্যাংকে দ্বিতীয় দিনের মতো কমিটির বৈঠক হয়েছে। এর আগে প্রথম বৈঠকটি হয়েছিল গত বৃহস্পতিবার। আগের বারের মতো এবারও সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এদিক ডেপুটি গভর্নর নিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকে চাপা উত্তেজনা চলছে। সদ্য পদত্যাগী দুই ডেপুটি গভর্নরের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল একই ধরনের অভিযোগে অভিযুক্ত কয়েকজন ডেপুটি গভর্নর হওয়ার জন্য তদবির চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা দেশের প্রভাবশালী কয়েকটি শিল্পগোষ্ঠীর হয়ে কাজ করেন। তারা অধস্তনতদের কাজে হস্তক্ষেপ করেন এবং গুরুত্বপূর্ণ ও বড় দুর্নীতির ফাইল গায়েব করে দেন। এমনকি আইন লঙ্ঘন করে বিশেষ ক্ষমতা ব্যবহার করে কয়েকটি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিতদের নিয়োগ দেয়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের লক্ষ্যে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফা কামাল মুজেরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নজরুল হুদা ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস। এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বদরে মুনির ফেরদৌস।
ডেপুটি গভর্নর নিয়োগের বিষয়ে সার্চ কমিটির সদস্য মুস্তাফা কামাল মুজেরী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ডেপুটি গভর্নরদের নিয়োগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এ পদে যোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের ভেতর ও বাহির যেখানে যোগ্যদের পাওয়া যাবে সেখান থেকেই নিয়োগ দেওয়া হবে। আর যেহেতু ডেপুটি গভর্নর পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে, তাই এবার পত্রিকায় বিজ্ঞাপন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সেদিন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠান। এরপর গত ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নরের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. আহসান এইচ মনসুর।
এর আগে গত ১২ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান ও ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নরের চারটি পদেই নিয়োগ দেয় সরকার। সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম এবং প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নরের দায়িত্ব পান।