×

জাতীয়

১৬ আগস্ট: সারাদিনে যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১১:৫২ পিএম

১৬ আগস্ট: সারাদিনে যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা: নতুন করে কে পেলেন কোন মন্ত্রণালয়

অন্তর্বর্তীকালীন সরকারের আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন-ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে পুরোনোদের মাঝে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

দুই মন্ত্রীর কারণেই ছাত্র আন্দোলন সমাধান হয়নি: রিমান্ডে জানালেন আনিসুল

দুই মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই কথা জানান। 

আয়নাঘর সৃষ্টি নিয়ে যে দাবি করলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় গ্রেপ্তার আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তার বক্তব্য, এ আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ। 

ধানমন্ডি ৩২ নম্বরে বিবস্ত্র হওয়া ব্যক্তির ছেলে ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে হেনস্তার শিকার আবদুল কুদ্দুস মাখন মারা যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার তথ্য সঠিক নয়।  

পশ্চিমবঙ্গে বিক্ষোভের মধ্যেই শিলিগুড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। এমন পরিস্থিতির মধ্যেই এবার শিলিগুড়িতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ।

কল রেকর্ড ফাঁস ও ইন্টারনেট বন্ধের নেপথ্যে কে?

কল রেকর্ড ফাঁস করে তা ভাইরাল করে দেয়া ও ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের নেপথ্যে ছিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। 

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরি বিদেশ নেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৬ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব এখন কোথায়?

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর দেশ জুড়ে বিভিন্ন থানায় পুলিশের ওপর চলে নারকীয় সহিংসতা। নিরাপত্তার কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অস্বীকৃত জানায় পুলিশ বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকটাই স্বাভাবিক হয়েছে থানার কার্যক্রম। কাজে ফিরতে শুরু করেছে কর্মবিরতিতে থাকা  অধিকাংশ পুলিশ সদস্য। কিন্তু পুলিশের আলোচিত দুই কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের এখনো কোনো খোঁজ মিলছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সরকারি হাসপাতালে নিহতের সংখ্যা যত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু সরকারি হাসপাতালেই মারা গেছে ৪০৭ জন। গত ১৫ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৫৭৬ জন। মৃত্যু ব্যক্তিদের মধ্যে ১১৭ জন হাসপাতালে ভর্তি এবং ২৯০ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে দাবি করেছে স্বাস্থ্য বিভাগ।

এবার খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করলেন নুর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবার তার সঙ্গে দেখা করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। তার সঙ্গে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও উপস্থিত  ছিলেন।

শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে প্রতিবেদনের তারিখ নির্ধারণ

রাজধানীর মিরপুরের ঢাকা মডেল ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে (১৮) গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।  শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জাকী-আল ফারাবী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

রাজনৈতিক দল গঠন: রয়টার্সের প্রতিবেদন প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে গঠিত লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ বলেছেন, রয়টার্সে দেওয়া তার বক্তব্য ভুলভাবে এসেছে। রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি! শুক্রবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে নতুন রাজনৈতিক দল খোলার খবর প্রকাশ হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিজস্ব প্রোফাইলে এক পোস্টে এসব কথা বলেন।

মোদির সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ, হলো যেসব কথা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। 

বিসিবি থেকে পদত্যাগে রাজি পাপন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে গোপনে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। এর মাধ্যমে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এর পর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App