×

জাতীয়

বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভিত্তি তৈরি করে দিয়েছিল: মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম

বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভিত্তি তৈরি করে দিয়েছিল: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিএনপি ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে একটা ভিত্তি তৈরি করে দিয়েছে। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীতে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে এটি আয়োজন করা হয়।

মির্জা আলমগীর বলেন, যুদ্ধ শেষ হয়ে যায়নি। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যাতে না আসতে পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো মুহূর্তে শেখ হাসিনা চক্রান্ত শুরু করে দিতে পারেন। তা প্রতিহত করাই এখন প্রধান কাজ।

খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা কেউ আজকাল তার নাম উচ্চারণ করেন না। ভুলে গেছেন মনে হয়। সেই নেত্রী যিনি তার সবটুকু দল ও দেশের জন্য দিয়েছেন, তাকে সবসময় মনে করা দরকার।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া এত সহনশীলতার পরিচয় দিয়েছিলেন যে নিজেই বলেছিলেন ১৫ আগস্ট আমরা কেক কাটার রাজনীতি করবো না।

এদিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি'র মিডিয়া সেলের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App