×

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে সেই ব্যক্তিকে বিবস্ত্র করা নিয়ে যে মন্তব্য করলেন সারজিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে সেই ব্যক্তিকে বিবস্ত্র করা নিয়ে যে মন্তব্য করলেন সারজিস

ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে একজনকে বিবস্ত্র করা, গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন জায়গায় যা ঘটেছে, সেগুলো অনাকাঙ্ক্ষিত। এসব গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।তবে গত রোববার থেকে সচল হতে শুরু পুলিশের কার্যক্রম।

এখন তাদের কাজগুলো থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার কথা বলছেন সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, যখন পুলিশ, ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রসমাজকে সেখান থেকে সরে যেতে হবে। 

উল্লেখ্য, ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে হেনস্তার শিকার হন এক ব্যক্তি।  তাকে বিবস্ত্র করে রিকশায় নাচানো হয়। ইতোমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঢেউ উঠেছে।  

ওই ঘটনার পর হার্ট অ্যাটাকে মারা গেছেন সেই ব্যক্তি বলে খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।  তবে ভোরের কাগজের শেরপুর প্রতিনিধি ফারহানা পারভীন মুন্নি জানিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা সত্য নয়।

তিনি বলেন, হেনস্তার শিকার হওয়া ওই ব্যক্তির নাম আবদুল কুদ্দুস মাখন।  তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায়। সপরিবারে থাকেন ঢাকায়। এখনও রাজধানীতেই অবস্থান করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে এবার রাশিয়ার উদ্যোগ!

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে এবার রাশিয়ার উদ্যোগ!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App