আওয়ামী লীগ যা করেছে তার ফল ভোগ করছে: সারজিস
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম
সারজিস আলম
বিগত সময়ে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যা করেছে তার ফল এখন ভোগ করছে এবং ভবিষ্যতেও ভোগ করবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন।
সারজিস আলম বলেন, ২০১৩ সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম মতিঝিলে তাদের সমাবেশটি করেছিল ওই সময়ে পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশকে অপব্যবহার করে আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম-ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনো আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু একই কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজন যদি ওই নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। ধানমন্ডি ৩২ এ যদি কেউ ব্যক্তিগত জায়গা থেকে শোক পালন করতে চায় ফুল দিতে চায় তাহলে কেও তাকে বাঁধা দিতে পারেন না বলে সারজিস মন্তব্য করেন।
১৫ আগস্টের শোক দিবস নিয়ে সারজিস বলেন, আজকে ২০২৪ সালের এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের উপর আমি বলছি অত্যাচার হয়েছে ধরে নিলাম, তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি আমরা এখন শোক পালন করব? যদি এটার জন্য না করি তাহলে ১৫ই আগস্ট ১৯৭৫ এর জন্য আমরা শোক পালন করব না। ওই ১৫ই আগস্ট ১৯৭৫ যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কী? কারণ ওই ৭২ থেকে ৭৫ এর ঘটনাগুলি যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলেই এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গা নির্দেশ থেকে হয়েছিল। এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ তার যে বিচার সেটি পাইনি। বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি ৩২ সহ কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত। ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল আসলে ওটি (১৫ আগস্ট) ছিল।
তিনি আরো বলেন, আজকে ২৪ সালে যা হয়েছে এটি ২৪ সালের ঘটনা না। বিগত ১৬ বছরে যা হয়েছে তার ঘটনা। তাই আমাদের জায়গা থেকে আমরা মনে করি, শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয়ভাবে এই শোকটি পালন করা উচিত নয়। কোনদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটি ১৫ আগস্টে ১৯৭৫ এ ঘটাতে পারতো না। বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল।
শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ করে তিনি বলেন, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা জাতির সংকটে যেটি করেছি সেটির জন্য তাদের ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়া টেবিল ফিরে যেতে হবে। দিনশেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন। একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কোনো একজন অধ্যাপককে জোর করে নামিয়ে দেবে। আমরা এগুলো সমর্থন করি না। আমরা কোনো অথরিটি নই। আমরা একটি প্রেশার গ্রুপ দুর্নীতিবাজ বা ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য আমরা দাবি তুলতে পারি, কিন্তু এটি করতে বাধ্য করতে পারি না।
সারজিস আলম বলেন, ধানমন্ডি ৩২–সহ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেটির সাথে এটি কখনো যায় না। আমরা বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবস করানো হয়েছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত করা হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই করছে, অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই-বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা যেই স্প্রিরটি কে সামনে রেখে আমরা এই গণ বিপ্লবটি করেছি, ১৬ বছরের যে নির্যাতন নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার যে কোন অনুভূতি, কথা বলার অধিকারটি ছিল সেটি যে হরণ হয়েছিল এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে অত্যাচার নিপীড়ন এইগুলোর বিরুদ্ধে গিয়েই এই গণবিপ্লব। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, মতপ্রকাশ করতে পারবে, যে যে ধারায় বিশ্বাসী, সে অনুযায়ী কাজ করতে পারবে—এই স্বাধীনতাগুলো থাকবে।