আজমপুর এলাকায় গুলিবিদ্ধ লাশটি অটোচালক জসিমের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত আরো এক জনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম জসিম উদ্দিন সরকার (৩২)। তিনি উত্তরা আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই এলাকাতেই ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন তিনি।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহটি শনাক্ত করেন জসিমের প্রথম স্ত্রী বানেছা বেগম।
তিনি জানান, জসিমের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামে। বর্তমানে ১ম স্ত্রী ও মেয়েকে নিয়ে উত্তরখান ময়নারটেক এলাকায় থাকেন। গত ৫ আগস্ট দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। ফোনও বন্ধ ছিল। এরপর অনেক জায়গায় খোঁজাখুঁজিও করে তাকে পাওয়া যায়নি।
আরো পড়ুন: মধ্যনগরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
তিনি আরো বলেন, জসিমের ২য় স্ত্রী নারায়ণগঞ্জে থাকেন। তারা প্রথমে ভেবেছিলেন, জসিম হয়তো ২য় স্ত্রীর কাছে আছেন। গত ১৩ আগস্ট জসিমের ফোনে আবার কল করলে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি কলটি রিসিভ করেন এবং তিনি বলেন, গত ৫ আগস্ট তিনি উত্তরা আজমপুর এলাকায় বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। তখন তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর থেকে জসিমের ফোনটি তার কাছে। পরবর্তীতে ওই ক্লিনিকে গিয়েও জসিমকে পাওয়া যায় না। তবে জানতে পারেন, সেখানে বেশ কয়েকজন মারা যাওয়ার পর লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছিলো। সেই খবরে শুক্রবার সকালে মর্গে এসে স্বামী জসিমের মরদেহ দেখতে পান। মূলত তার পরনে লাল শার্ট, ও নেভি ব্লু জিন্স প্যান্ট দেখে শনাক্ত করেন তিনি। চেহারা কিছুটা বিকৃত হয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের ইনচার্জ রামু চন্দ্র দাস জানান, সহিংসতার ঘটনায় আজকে একটি মরদেহ শনাক্ত হয়েছে। গতকাল আল মামুন আমানতসহ দুটি মরদেহ শনাক্ত করে স্বজনরা নিয়ে গেছে। এখন পর্যন্ত আরো ৫টি বেওয়ারিস লাশ মর্গে রয়েছে।