×

জাতীয়

১৫ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:৪২ পিএম

১৫ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান ও মারধর

১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। গত মঙ্গলবার এই দিনের সরকারি ছুটি বাতিল করা হয়েছিল। এদিন সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় একদল লোক। সেখানে কাউকে যেতে বাধা দেয়া হয়। কয়েকজনকে ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।  ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ১০ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরে ফোন চেকিং, নেতিবাচক প্রতিক্রিয়া

ধানমন্ডি ৩২ নম্বরের রাস্তায় জোরপূর্বক বিভিন্নজনের মোবাইল ফোন চেকও করা হয়। এ বিষয়ে অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ জানান, ফোন চেকসহ মানুষের প্রাইভেসি বিনষ্ট হয়- এমন কোনো কিছু তারা সমর্থন করেন না।

ধানমন্ডি ৩২ নম্বরে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর, জানাতে পারেননি শ্রদ্ধা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হন। তার গাড়ি ভাংচুর করা হয়েছে। অবশ্য যাদের সঙ্গে তার কথা হয়েছে, তারা সুন্দর আচরণ করেছে। উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করছেন তিনি।

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা পুষ্পস্তবক অর্পণ করেছেন। দেশের আরো কয়েকটি স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের ভেতর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।

৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপানসহ সাতটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় নিযুক্ত তিন কূটনীতিক ও চুক্তিভিত্তিক নিয়োগে থাকা দুজন কাউন্সিলরকেও দেশে ফিরে আসতে বলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা হয়েছে। 

টুকু, পলক ও সৈকত রিমান্ডে

সিএমএম আদালতে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানালো মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার (১৮ আগস্ট) থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে।

স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App