স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইসকন নেতাদের সাক্ষাৎ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসকন বাংলাদেশের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ই ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তাদের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জ্যেতিশ্বর গৌর দাস, বিমল কুমার ঘোষ, অমানি কৃষ্ণ দাস, সুদর্শন জগন্নাথ দাস ও যুগধর্ম দাস।
এ সময় ইসকনের পক্ষ থেকে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠনসহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ৮ দফা দাবি পেশ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা নেতাদের কথা মনযোগসহকারে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন।
৮ দফা দাবির মধ্যে রয়েছে- সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুরক্ষা আইন প্রণয়ন ও মনিটরিং সেল এবং সংখ্যালঘু কমিশন গঠন করা; এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবার ও ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া; সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিরা ইসকনসহ অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের প্রতি অপপ্রচার করছে, তাদের আইনের আওতায় এনে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া; হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ৩ দিন ও রথযাত্রায় ২ দিন সাধারণ ছুটি ঘোষণা করা।
এছাড়া মাইনোরিটি ভায়োলেন্স প্রিভেনশন করার জন্য একটি হটলাইন চালু করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য পরিপত্র জারি করা; এটি যথাযথভাবে প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া এবং ইসকনসহ প্রধান প্রধান মন্দিরে সার্বক্ষণিক রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়ার দাবি জানানো হয়।