×

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইসকন নেতাদের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইসকন নেতাদের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসকন বাংলাদেশের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ই ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তাদের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জ্যেতিশ্বর গৌর দাস, বিমল কুমার ঘোষ, অমানি কৃষ্ণ দাস, সুদর্শন জগন্নাথ দাস ও যুগধর্ম দাস।

এ সময় ইসকনের পক্ষ থেকে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠনসহ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ৮ দফা দাবি পেশ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা নেতাদের কথা মনযোগসহকারে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন।

৮ দফা দাবির মধ্যে রয়েছে- সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুরক্ষা আইন প্রণয়ন ও মনিটরিং সেল এবং সংখ্যালঘু কমিশন গঠন করা; এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবার ও ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া; সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিরা ইসকনসহ অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের প্রতি অপপ্রচার করছে, তাদের আইনের আওতায় এনে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া; হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ৩ দিন ও রথযাত্রায় ২ দিন সাধারণ ছুটি ঘোষণা করা।

এছাড়া মাইনোরিটি ভায়োলেন্স প্রিভেনশন করার জন্য একটি হটলাইন চালু করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য পরিপত্র জারি করা; এটি যথাযথভাবে প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া এবং ইসকনসহ প্রধান প্রধান মন্দিরে সার্বক্ষণিক রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়ার দাবি জানানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

হযরত মুহাম্মদ (সাঃ) জন্মদিন পালন নিয়ে যা ভাবছেন যুবকরা

হযরত মুহাম্মদ (সাঃ) জন্মদিন পালন নিয়ে যা ভাবছেন যুবকরা

‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান বিকৃতির প্রতিবাদ

‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান বিকৃতির প্রতিবাদ

পোড়া লাশ দাফনের পর জানা গেল রিফাত বেঁচে আছেন, অতপর...

পোড়া লাশ দাফনের পর জানা গেল রিফাত বেঁচে আছেন, অতপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App