×

জাতীয়

৩২ নম্বরে যেতে বাধা, মারধর

ভিন্ন আবহে কাটল এবার শোক দিবস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভিন্ন আবহে কাটল এবার শোক দিবস

ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ছিল গতকাল বৃহস্পতিবার। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে নির্মমভাবে সপরিবারে নিহত হন বাঙালির অবিসংবাদিত এই নেতা। আওয়ামী লীগ গত ১৫ বছর ক্ষমতায় থাকায় দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো। প্রতি বছর এটি ছিল সরকারি ছুটির দিন। সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পালিত হতো দিবসটি।

কিন্তু গত ৫ আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিনই পুড়িয়ে দেয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনটিও। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকার শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে।

এদিকে ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে এবার দিবসটি পালিত হয় ভিন্ন রাজনৈতিক আবহে। গতকাল দেখা গেছে, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে সুনসান নীরবতা। সকাল থেকে ছাত্র-জনতার ব্যানারে ওই এলাকার আশপাশে অবস্থান নেন এক দল আন্দোলনকারী। মূল সড়ক থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত

ছিল ফাঁকা। নেই জনমানব। পুরো এলাকা কাঁটাতারে ঘেরা। শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ও লেক পাড়ের আশপাশের এলাকাজুড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় কেউ কালো পোশাকে বা ভিডিও ও ছবি তুলতে গেলে তাকে উত্তেজিত জনতার রোষানলে পড়তে হয়েছে। ছাত্ররা তল্লাশি করেন, মোবাইল চেক করে দেখেন। আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেলেই তাকে পড়তে হয়েছে মারধরের মুখে। পরে অনেককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

৩২ নম্বরে যেতে যত বাধা : সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা জানাতে কাউকেই যেতে দেয়া হয়নি। অনেককে আশপাশের এলাকায় মারধরের শিকার হতে দেখা গেছে। সকাল ৭টা থেকে দিনভর ছিল এমন চিত্র। এ সময় ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় অনেককে লাঠি, বাঁশ ও পাইপ নিয়ে অবস্থান করতে দেখা গেছে। কেউ এই এলাকায় এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ‘কোথায় যাচ্ছেন, কেন এসেছেন’- তা জানতে চাওয়া হচ্ছিল। পরিচয়পত্র, মোবাইল ফোনও চেক করা হয়েছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেয়া হয়নি। কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। জটলা পাকিয়ে কাউকে কাউকে মারধর করতেও দেখা গেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি।

পান্থপথ মোড় এলাকায় দেখা যায়, রাস্তার উল্টো দিক থেকে বিএনপির একটি মিছিল আসছে। দেয়া হচ্ছে আওয়ামী লীগ বিরোধী স্লোগান। অনেকের হাতেই লাঠি ও সবুজ রঙের প্লাস্টিকের পাইপ। সেগুলোর কোনো কোনোটির মাথায় বাঁধা জাতীয় পতাকা। রাস্তার দুই পাশে অনেক স্থানে লাঠি নিয়ে তিন থেকে চার জনের ছোট ছোট দল করে বসে বা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্কয়ার হাসপাতালের উল্টো দিকে ৩২ নম্বরের আগেই পথচারীদের থামানো হচ্ছিল। গণমাধ্যমকর্মীদেরও সেখানে ঢুকতে দেয়া হয়নি।

কাদের সিদ্দিকীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর : ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়। তাকে যেতে দেয়া হয়নি বঙ্গবন্ধু ভবনে।

কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমি সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে দুয়েকজন সালাম দিয়ে বলেছে, আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম। কয়েকজন ঢিল ছুড়েছে। লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। তারপর আমি চলে এসেছি।

তিনি আরো বলেন, গত ১৫-১৬ বছর আওয়ামী লীগও গায়ের জোরে চলেছে। এখনো চর দখলের মতো হচ্ছে। এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাকে স্বীকার করতে দেয়া উচিত।

আটকের পর সেনাবাহিনী ও পুলিশে সোপর্দ : ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের সড়ক থেকে আন্দোলনরতদের হাতে আটক প্রায় ৩০ জনকে উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ১টার দিকে ৩২ নম্বরের উল্টো পাশে শুক্রাবাদ নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে ৩২ নম্বর ও শুক্রাবাদ এলাকায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করা হয়। এরপর তাদের নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আটক রাখা হয়। সকাল ৮টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০০ জনের বেশি লোককে আওয়ামী লীগ সন্দেহে মারধর করতে দেখা যায়। তারা কিল, ঘুসি ছাড়াও লাঠি, পানির পাইপ দিয়ে মারধর করে। নিউ মডেল কলেজের ভেতরে আটকে রাখাদের মধ্যে কয়েকজন নারীও ছিল। দুপুর পৌনে ১টায় সেনাবাহিনীর চারটি ও বিজিবির একটি গাড়ি আসে।

নিউ মডেল কলেজের সামনে থাকা আন্দোলনরতদের সরিয়ে দেন সেনা ও বিজিবি সদস্যরা। পরে কয়েকজন সেনা সদস্য কলেজের ভেতরে ঢুকে আটকে রাখাদের বের করে গাড়িতে তোলেন। এর মধ্যে একটি গাড়িতে ৯ জন নারী ও ২টি গাড়িতে ২০ জনের বেশি পুরুষকে তোলা হয়। এরপর তাদের নিয়ে পান্থপথের দিকে চলে যায় গাড়িগুলো। এ সময় অবস্থানকারীরা সন্দেহভাজন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এ সময় ১০ জনের মতো সেনাসদস্য নিউ মডেল কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এর আগে সকালে ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে অন্তত ১৭ জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় অবস্থানকারীরা।

ধানমন্ডি থানার ওসি এমরানুল ইসলাম জানান, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন অনেকে। তারা ১৭ জনকে মারধর করে আমাদের কাছে পাঠিয়েছেন।

‘ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না’ : ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দায়িত্বরত সাংবাদিকদের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে আন্দোলনরতদের বিরুদ্ধে। সেখানে হ্যান্ড মাইকে সাংবাদিকদের ছবি না তুলতে ও ভিডিও না করতে বলা হয়। যারা ছবি তুলেছেন, তাদের মোবাইল কেড়ে নিয়ে ছবি ডিলিট করা হয়। শুধু সাংবাদিকরাই নন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশের বাসিন্দাদেরও ছবি না তুলতে ও ভিডিও না করতে হ্যান্ড মাইকে ঘোষণা করা হয়। দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরা ছাত্র-জনতার রোষানলে পড়েন। কেউ কেউ লাঞ্ছিতও হন।

বনানী কবরস্থানেও এমন ১৫ আগস্ট আসেনি বহুদিন : পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ছাড়া বাকি বেশির ভাগ স্বজনের দাফন হয়েছিল বনানী কবরস্থানে। গত ১৫ বছরে প্রতিবার ১৫ আগস্টের সকাল থেকেই মানুষের ভিড় থাকত এখানে। শ্রদ্ধা জানাতে দলে দলে মানুষের ঢল নামত এই কবরস্থানে। কিন্তু এ বছরের দৃশ্যপট একেবারের ভিন্ন। বনানী কবরস্থানে ছিল না লোক সমাগম। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কোনো কবরেই নেই ফুলেল শ্রদ্ধা। কোনো নেতাকর্মীর উপস্থিতিও নেই। যদিও বিচ্ছিন্নভাবে দু-একজন কবর জিয়ারত করতে ঢোকেন, তবে দ্রুতই তারা আবার বের হয়ে যান।

বনানী কবরস্থানের পরিচ্ছন্নতাকর্মী খোরশেদ আলম জানান, অন্যান্য বছর এই ১৫ আগস্টের দিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা থাকে না। কিন্তু আজ কোনো নেতাকর্মী নেই। কবরগুলোতে কেউ ফুলও দিচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App