বিসিএস খাদ্য ক্যাডার হতে মহাপরিচালক পদায়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:৩৫ পিএম
ছবি: ভোরের কাগজ
বিসিএস খাদ্য ক্যাডার হতে মহাপরিচালকের পদায়নসহ ৭ দফা দাবিতে খাদ্য ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস ফুড অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এসময় ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’- শ্লোগান নিয়ে আয়োজিত সমাবেশে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তার পদায়ন, বিসিএস প্রশাসনের ন্যায় ব্যাচভিত্তিক পদোন্নতি প্রদান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদটি ৪র্থ গ্রেড এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের পদ ৫ম গ্রেডে উন্নীতকরণ, খাদ্য ক্যাডারের বিভিন্ন স্তরের নতুন পদ সৃজনের প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদটি ক্যাডারভুক্তকরণ এবং সুপ্রীমকোর্টের আপিল বিভাগের রিভিউ পিটিশন নম্বর ৩৮৩/২০১৯ এর রায় দ্রুত বাস্তবায়ন।
আরো পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মোবাইল ফোন তল্লাশি, মারধর
সমাবেশের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী একটি নতুন বাংলাদেশের সূচনা করার জন্য ছাত্র জনতাকে অভিনন্দন জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশে কর্মকর্তারা বলেন, বিসিএস খাদ্য ক্যাডার একটি স্বতন্ত্র ক্যাডার হওয়া সত্ত্বেও বিভিন্ন বৈষম্যের মাধ্যমে খাদ্য ক্যাডারকে অকার্যকর করে রাখা হয়েছে। তারা বিসিএস ডাক, তথ্য, কৃষি, স্বাস্থ্য ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের ন্যায় বিসিএস খাদ্য ক্যাডার হতে মহাপরিচালক নিয়োগসহ অন্যান্য দাবিগুলো অবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরে খাদ্য ক্যাডারের কর্মকর্তা পদায়ন করা হলে দেশের খাদ্য ব্যবস্থাপনা আরো গতিশীলতা পাবে বলেও বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পরিচালক রেজা মোহাম্মদ মহসীন, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুস সালাম, অতিরিক্ত পরিচালক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপপরিচালক, সহকারী উপপরিচালক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।