ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মোবাইল ফোন তল্লাশি, মারধর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম
ছবি: ভোরের কাগজ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের জাদুঘরে কাউকে যেতে দেয়া হচ্ছে না। বাড়িটির আশপাশে অনেক মানুষকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।
জানা যায়, এই অবস্থানকারীদের মধ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। তাদেরকে রাস্তায় জোরপূর্বক বিভিন্নজনের মোবাইল ফোন চেক এবং কয়েকজনকে মারধরও করতে দেখা গেছে। কিছু মানুষকে আটকে রাখা হয়েছে যাদেরকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলছে অবস্থানকারীরা। এসময় সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দেয়া হয়েছে।
আরো পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর, জানাতে পারেননি শ্রদ্ধা
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে ব্যারিকেড। ধানমন্ডি-৩২ এর সামনে রাস্তায় কয়েকজনকে মারধর করতে দেখা গেছে। গাড়ি থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে অবস্থানকারীদের। ১৫ই আগস্ট ঘিরে থমথমে ধানমন্ডি। ৩২ নম্বরে যেতে দেয়া হচ্ছে না কাউকে।