দুই চালকের বাকবিতণ্ডা, একজনকে কাভার্ডভ্যান চাপা দিয়ে হত্যা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কাওলায় বাকবিতণ্ডার এক পর্যায়ে কাভার্ডভ্যান দিয়ে চাপা দিয়ে সিভিল এভিয়েশনের এক প্রাইভেটকার চালককে হত্যার অভিযোগ করা হয়েছে। নিহত নুরুজ্জামান হাওলাদার (৪০) বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি চালক ছিলেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে কাওলা সিভিল এভিয়েশনের স্টাফ কোয়ার্টারের ভিতর এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী শামসুজ্জামান জানান, নুরুজ্জামান থাকেন কোয়ার্টারে। সেখানে সকালে প্রাইভেটকার নিয়ে বের হন। কোয়ার্টারের ভেতরের রাস্তাতেই তার গাড়ির সামনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে ইউটার্ন নিচ্ছিলো। এ কারণে নুরুজ্জামান নিজের গাড়ি থেকে নেমে কাভার্ডভ্যানের সামনে গিয়ে চালককে হঠাৎ ব্রেক করার কারণ জানতে চায়। এসময় দুজনের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কাভার্ডভ্যানটি তার উপর উঠিয়ে দেয় এর চালক।
তিনি আরো জানান, গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, নুরুজ্জামানের বাবার নাম ইসমাইল হোসেন হাওলাদার। বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পিংলাকাঠি হাজীপাড়ায়। ৩ সন্তানের জনক তিনি। পরিবার নিয়ে সিভিল এভিয়েশনের কোয়ার্টারে থাকেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: সাবেক ডেপুটি স্পিকার ও আইসিটি প্রতিমন্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার