×

জাতীয়

১৩ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১১:০৫ পিএম

১৩ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার পর প্রথম আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর প্রথম দেয়া এ বিবৃতিতে ১৫ আগস্ট শোক দিবস পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ধানমণ্ডি ৩২ নম্বরে ধ্বংসযজ্ঞ চালানোয় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি। 

গত জুলাইয়ে আন্দোলনের নামে নাশকতা, সহিংসতায় যে প্রাণহানি হয়েছে সেটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে বলেছেন শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এসব বার্তা দেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে করা হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আন্দোলনে নিহতদের উদ্দেশে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে দফায় দফায় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আইসিটি মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। একই সঙ্গে ইন্টারনেট বন্ধের জন্য দায়ী করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারকে (এনটিএমসি)।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তাদের পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

পুলিশের বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া রংপুর মহানগর পুলিশের কমিশনার এবং রংপুর রেঞ্জের ডিআইজিকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য বাংলাদেশ ব্যাংকের আইন সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম ও সুপ্রিম কোর্টের চার বিচারপতির শপথ অনুষ্ঠিত হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App