ড. ইউনূসের বাসভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। চাকরি পুনর্বহালের দাবিতে এ বিক্ষোভ করেন তারা।
সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ২০০ থেকে ৩০০ পুলিশ সদস্য ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।
পুলিশ সদস্যরা জানান, বিগত সরকার তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। পরে হাইকোর্টে আপিল করেন তারা। পরিপ্রেক্ষিত্রে ভুক্তভোগীদের চাকরি ফিরিয়ে দিতে রায় দেন আদালত। কিন্তু আর ফিরিয়ে দেয়া হয়নি।
পুলিশ সদস্যদের দাবি, বাংলাদেশ পুলিশে চাকরিকালে কেউ অন্যায় করলে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হয়। কিন্তু সেসময় তদন্ত ছাড়ায় নানা অজুহাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
এক পুলিশ সদস্য বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সঠিক তদন্ত ও নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের চাকরিটা ফিরিয়ে দিক।