×

জাতীয়

সেনাবাহিনীর ওপর হামলা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম

সেনাবাহিনীর ওপর হামলা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের (সেনাবাহিনী) কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবো।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গোপালগঞ্জে টানা বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে শনিবার (১০ আগস্ট) সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ও তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে। এতে বেশ কর্মকর্তাসহ কয়েকজন সেনা সদস্য আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাত থেকেই গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করতে দেখা গেছে।

এমন পরিস্থিতিতে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলো জেলা আওয়ামী লীগ। আগামীতে কোনো কর্মসূচি পালনকালে লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র প্রদর্শন না করারও নির্দেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মিছিল বা মিটিংয়ে কোনো দেশি অস্ত্র, লাঠিসোঁটা প্রদর্শন করা যাবে না। এটি কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে আমাদের কাম্য নয়।

সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন। এক জরুরি সভায় তিনি বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদের কাজ করতে সহায়তা করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়, আপনারা জেনে খুশি হবেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে নির্দেশ দিয়েছেন। কোনোরকম বিশৃঙ্খলা না করতে শেখ হাসিনা সবার প্রতি অনুরোধ করেছেন।

অন্যান্য বছরের মতো এবারো ১৫ অগাস্ট 'জাতীয় শোক দিবস' পালন করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

একের পর এক হুমকি দিতেন ডিবি হারুন, ফেসবুকে দীর্ঘ পোস্ট আফ্রিদির

একের পর এক হুমকি দিতেন ডিবি হারুন, ফেসবুকে দীর্ঘ পোস্ট আফ্রিদির

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে: উপদেষ্টা আসিফ

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে: উপদেষ্টা আসিফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App